পেপাল হাহাকার এবং কিছু আপেক্ষিক সমাধান – কারন কোন সমাধানই চিরন্তন নয়
বাংলাদেশের ফ্রিলান্সার দের দীর্ঘদিনের দাবী ছিল পেপাল কে বাংলাদেশে নিয়ে আসা হোক । কিন্তু পেপাল বাংলাদেশকে হয়ত তাদের ব্যবসার ক্ষেত্র হিসেবে যোগ্য মনে করে নাই অথবা আমাদের সরকার এই প্রতিষ্ঠানটিকে বুঝাইতে পারে নাই যে আমাদের আইন তাদের জন্য ব্যবসাবান্ধব ও তাদের প্রচুর আয়ের সম্ভাবনা রয়েছে। সরকারী কর্তাব্যক্তিরা মাঝখান থেকে পেপাল মুলা ঝুলিয়ে নানান দেশ ঘুরিয়া প্রচুর চেস্টা করিয়াছেন এবং তাদের টাইমলাইন ঘুরলে আমরা সবাই তার অনেক প্রমান পাই !!!!🤗🤗 কিন্তু দিন শেষে আমাদের কস্ট শেষ হয় নাই । এবং গত ৭/৮ বছর ধরে যা বুজতে পারলাম তাতে খুব দ্রুত সমাধান হবে বলে আশা করা ঠিক হবে না ।
সবচাইতে খারাপ যে বিষয় হইল , ইদানিং প্রচুর পেপাল একাউন্ট ব্লক হচ্ছে এবং লিমিট হচ্ছে । আমি এক সময় ২/৩ টা কোম্পানির পেমেন্ট এবং ডিস্পুট কন্সাল্ট হিসেবে কাজ করেছি । কেস জেতার হার ছিল বেশ ভাল । প্রচুর মানুষ অন্যের পেপাল হ্যাক করে বা কারো মাস্টার কার্ড চুরি করে পেমেন্ট করত এবং দিন শেষে পেপালকে সে কেস গুলো হারতে হত । কার্ড কোম্পানিকে পেপাল কোন দিন হারাতে পারবে না কারন এর কঠিন সেফটি আইন গুলোর জন্য।
তো এতে আমাদের কি ? আমাদের সমস্যা হল আমরা এতদিন ফেক ইনফো ব্যবহার করে কাজ চালাইছি অনেকেই ।ফলে অনেক সময় পেপ্যাল কে প্রচুর লস খেতে হয়েছে । কিভাবে ? সেটা অনেক বড় টপিক । অন্য কোন দিন লিখব ।
আগামী ১৯ তারিখ হতে অনেকের পেপাল ফাইনাল লক খাবে যদি না আপনার পেপাল ১০০% অথেন্টিক হয় । অথেন্টিক এর মানদন্ড গুলো হল – আপনার নাম এবং ঠিকানা সঠিক, আপনার ব্যাংক ও কার্ড ইনফো এবং আপনার ইউ এস পেপাল হলে আপনার SSN/ITIN/EIN নাম্বার। You must comply with IRS and Paypal to manage your account ।
নোট : পোস্টটি গত এপ্রিল এ লেখা। তাই আমি এখানে এপ্রিল এর ১৯ তারিখ এর কথা বলেছি।তাই এখন এইটা নিয়ে বেশি টেনশন করার দরকার নাই । যদিও এর পর পেপাল এর দুইটি আপডেট গেছে। তাতে পরিচিত ভাই ব্রাদার দের অনেক একাউন্ট মিলিয়ে নুন্যতম ২০০০০$ আটকাইছে। অনেকের ঈদের আগে ১০ লাখ টাকা পরিমাণ ডলার সহ একাউন্ট লিমিট গেছে কয়েকজনের।
এখন যাদের একাউন্ট সেফ আছে তারা ব্যবহার করতে থাকুন। তাদের জন্য শুভকামনা।
সমস্যা ঃ অনেকেই বলে ভাই সব কিছু ঠিক থাকলেও পেপাল লক হয় ? কারন টা সুস্পস্ট । ১০০% গিফট । আরে ভাই পেপাল একটা কোম্পানি ।তারা সার্ভিস দিয়ে প্রফিট করতে আসছে । আপনি হাজার হাজার ডলার গিফট নিলেন এবং গিফট দিলেন । এবং সারা জীবন ধরে এইটা করতেই থাকলেন(আপনার ব্যবহার সময়কাল)। পেপাল কে কি আপনি বেকুব পাইছেন ? কোন মা্নুষ কি দুনিয়াতে আছে যা মাসের পর মাস ধরে গিফট পায়? আর খালি গিফট দেয় ? ভাইরে আর কত!! আপনি দেন আর নেন । কোন সমস্যা নাই ।
কিন্তু পেপাল ব্যবসা করতে আসছে এবং তাদের কমন সেনস আছে । সুতরাং যেহেতু সে আপনার থেকে কোন ব্যবসা করতে পারছে না । তাই তার কোন একটা অজুহাত দরকার আপনাকে ভালামত একটা সাইজ দেয়ার জন্য ।😐 তাই আপনার একাউন্ট লক করে সেই টাকা দিয়ে ১২০ দিন সে ব্যবসা করবে ।অথবা আজিবনের জন্য বায়েজাপ্ত করবে। পেপাল ল অনু্যায়ী তা ডোনেট করে দেয়ার কথা । তবে কবে করবে তা উল্ল্যেখ নাই । হে হে হা হা ..😎
ভাই এতক্ষন ত খালি সমস্যা নিয়ে প্যাচাল পারলেন । পারলে একটা সলুশ্যন দেন ।
তো এই লন সমাধান ।
১। এইটা বাংলাদেশি ভাইদের জন্য সব চাইতে সহজ,আদি ও আসল এবং প্রিয় সমাধান – আপনার পরিচিত কাউকে খুজুন এবং তার হাতে পায়ে ধরুন। তার পেপাল ব্যবহার করুন ।তবে এই রাস্তায় কিছু সমস্যা আছে । চলুন তা জানি এবং সমাধান করি ।
১। ভাই আমার অনেক ভাই,ফ্রেন্ড আছে । কিন্তু আমাকে হেল্প করতে ইচ্ছুক না । অথবা কয়েক দিন হেল্প করছে । কিন্তু এখন আর হেল্প করতেছে না । এমনকি আমার ফেসবুক ম্যাসেজ এর রিপ্লাই ও দেয় না । কি কস্ট !!!!😥
উত্তর : এইখানেও আমাদের কমন সেন্স এর অভাব আছে । ভাই আমেরিকাতে/বাহিরে যারা থাকে তারা ব্যস্ত লোক ।বহুত কাঠখড় পুড়িয়ে গিয়েছেন । তাদের সময়কে তারা মুল্যায়ন করে । আপনাকে ১/২ দিন ফ্রিতে হেল্প করতে পারে । প্রতিদিন তো আর করবে না । তাছাড়া উন্নত দেশ গুলোতে ফিনানশিয়াল ব্যাপার গুলো খুবই সেন্সিটিভ । তাদেরকে তাদের বিস্তারিত আয় ডিক্লায়ার করতে হয়। যেটার উপর তার ট্যাক্স আসে । আপনি হয়ত ভাবলেন যে অল্প একটু কস্ট আমার জন্য করলে কি হয় । তাছাড়া সেখানে আয় এর কমবেশির উপর নানান সুবিদা দেয়া হয় । আয় বাড়লে ফ্রি সুবিধা কমে যায় । আরও নানান হিসাব কিতাব ।
তাছাড়া অনেকেই অনলাইন বিষয়কে ভয় পায় । হয়ত আপনি তার ইনফো ব্যবহার করলেন আর উনি কোথাও ফেসে গেলেন ইত্যাদি ।আমরা সবাই ভাল !!!
এই তথ্যগুলো আমি বহুদিন নানান যায়গায় ধরা খেয়ে শিখেছি/জেনেছি ।আমার ইউ এস লয়ার থেকে জেনেছি । আপনার কাছের কোন ভাই এই কথা গুলো মুখ ফুটে বলতে পারবে না। তাই হয়ত উনি এড়িয়ে গেছেন । উনার নিজেকে সেভ করতে । নিজে বাচলে বাপের নাম !!
২। সমাধান ২- এই সমাধানটি যাদের আয় একটু বেশি তাদের জন্য – তবে পরিচিত/বিশ্বস্ত কাউকে লাগবে ।
আপনি একটি কোম্পানি খুলুন । আপনার পরিচিত কোন মানুষকে একটি পোস্ট দিয়ে নির্বাচিত করুন। উনাকে একটি বেতন দিন । হতে পারে ১০০-৫০০ ডলার। যেটা উনি ট্যাক্সে উল্লেখ করে নিতে পারেন। তার মাধ্যমে আপনি ব্যাংক একাউন্ট খুলতে পারবেন এবং পেপাল সমস্যার সমাধানও হয়ে যাবে ।
বিঃদ্রঃ- এই খানে সবাই ১৫০-২০০ ডলার দিয়ে কোম্পানী খুলেন। শুধুমাত্র রেজিস্টার করেন । ভাই আমেরিকাতে একটা ব্যবসা চালাইতে খালি কোম্পানি নাম্বার হইলে চলবে না । বহুত কিছু লাগবে । লাইসেন্স নিলেন রেজিস্টার করে । তারপর আপনার প্রত্যেক মিনিট কথা বলার জন্য এবং প্রতিটা কাজের জন্য ইউ এস আইনজীবীকে টাকা দিয়ে ফকির হতে হবে । যেমন ব্যাংক একাউন্ট খুলতে আপনার কোম্পানীর সার্টিফিকেট ,আরটিকেল , বিজনেজ এগ্রিমেন্ট লাগবে এই গুলো লয়ার দিয়ে করাইতে হবে ।যে গুলো হাতে পাইতে আপনাকে ২০০—১০০০ ডলার গুনতে হবে । তাই দয়া করে শর্ট কাট নিতে যাবেন না । বুঝে শুনে আগান। দরকার হলে কারো সাথে কথা বলুন।
সমস্যা হল ডেলাওয়ার অনলাইন কোম্পানী গুলো এই কথা গুলো ভুলেও আপনাকে বলবে না । সব চাইতে বড় ব্যাপার আপনার সমস্যা হলে এরা আপনাকে ল ইয়ার এর কাছে যাইতে বলবে । ট্যাক্স নিয়ে সমস্যা হলে আপনাকে CPA কাছে যাইতে বলবে । সুতরাং আগে ভাগেই আপনি এমন কোম্পানীকে/ব্যক্তিকে ধরেন । যে আপনার সব কিছু দেখবে। প্রথমে নিজে ল ইয়ার খুজেন । না পাইলে ১/২ জনের মেইল আছে আমার কাছে । দিমু । সাবধান আমি কিন্তু কমিশন খাই তাই, বুজতেই পারছেন । প্রয়োজন না হলে নিরাপদ দূরত্ব বজার রাখুন ।
সমাধান ৩ঃ থার্ড পার্টি ।
থার্ড পার্টি দুই প্রকার – এক- কারো পেপাল একাউন্ট আছে । ডলার সেল করে টাকা নিয়ে নিলেন । ঝামেলা শেষ । চ্যাপ্টার ক্লোজ ।দোকান বন্ধ ।😍
এই সমাধানের খারাপ দিক হল –অনেক সময় যার কাছে সেল করব উনার হয়ত ডলার দরকার নাই বা রেট ভাল দিচ্ছেন না । অথবা উনি ক্লাইন্ট থেকে পেমেন্ট নিবে না। অন্য একাউন্ট থেকে গিফট দিতে হবে । ভাইরে নিজের একাউন্ট থাকলে কি আর আপনার কাছে ঘুরতাম !!!!😏
পার্টী ২- পরিচিত কারো ইউ এস একাউন্ট ইউজ করেন । উনাকে ট্যাক্স % দিয়ে (ভাল এবং সঠিক লোক হলে এইটা নিবে নাইলে আপনাকে ইনিয়ে বিনিয়ে না করে দিবে ) এবং ২/৩ টাকা লাভ দিয়ে দেন ।অনেকেই রাজি হয়ে যাবে আশা করি । নিজে আগে খুজেন । না পাইলে বইলেন । অনেকেই আছে এইটা প্রফেশনালি করে।তবে ছোট এমাউন্ট এক্সেপ্ট করে না ।এবং অনেক ভেরিফিকেশন করেন । এবং রেফারেন্স চান ।
সমাধান ৪- এইটা ছোট থেকে বড় মানের সবার জন্য –
আপনার পেয়োনিয়ার বা অন্য কোণ ইউ এস ব্যাঙ্ক একাউন্ট থাকতে হবে । একজন ভাল লইয়ার ধরে কিছু ডকুমেন্ট করিয়ে নিন । যথা আপনার একটি ভ্যালিড ইউ এস আড্রেস , EIN as DBA . No personal EIN or biz EIN. আপনাকে প্রতিবছর হয়ত কিছু ট্যাক্স দিতে হতে পারে । এই স্টাইলে আপনাকে ডলার বাই সেল এর সহযোগিতা নিতে হবে । যেটা বর্তমানে খুবই সহজ । এইটা আমার পরিক্ষিত মেথড । আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভাল আছি ।
দয়া করে নতুন করে ফেক পেপাল কিনবেন না । কিনলে নিজ দায়িত্বে কিনবেন।
লেখক : আব্দুল্লাহ আল মামুন